Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 8:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

26 আমি ছয়শত পঞ্চাশ তালন্ত রৌপ্য, একশত তালন্ত পরিমিত রৌপ্যের পাত্র, একশত তালন্ত স্বর্ণ,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

26 আমি ছয় শত পঞ্চাশ তালন্ত রূপা, এক শত তালন্ত পরিমিত রূপার পাত্র,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

26 আমি 650 পঞ্চাশ তালন্ত রুপো, 100 তালন্ত রুপোর সামগ্রী, 100 তালন্ত সোনা,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

26-27 রূপো—650 তালন্ত, রূপোর পাত্র—100 তালন্ত, সোনা—100 তালন্ত, সোনার পাত্র কুড়িটি, মূল্য এক হাজার অদকোন এবং দুটি ব্রোঞ্জের পাত্র, যার মূল্য সোনারই সমান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

26 আমি ছয় শত পঞ্চাশ তালন্ত রৌপ্য, এক শত তালন্ত পরিমিত রৌপ্যের পাত্র,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

26 সব মিলিয়ে 25 টন রূপো, 3 3/4 টন রূপোর থালা ও 3 3/4 টন সোনা ছিল।

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 8:26
3 ক্রস রেফারেন্স  

এক সহস্র অদর্কোন মূল্যের বিংশতি স্বর্ণময় পাত্র, এবং স্বর্ণের ন্যায় বহুমূল্য উত্তম পরিষ্কৃত তাম্রের দুই পাত্র তৌল করিয়া তাহাদের হস্তে দিলাম।


তুমি নির্বাসিত লোকদের নিকট হইতে, অর্থাৎ হিল্‌দয়, টোবিয় ও যিদায়ের নিকট হইতে [রৌপ্য ও স্বর্ণ] গ্রহণ কর; সেই দিন যাও, সফনিয়ের পুত্র যোশিয়ের বাটীতে গমন কর, বাবিল হইতে তাহারা তথায় আসিয়াছে;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন