ইষ্রা 8:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 পরে আমি যাজকদের মধ্যে বারো জন প্রধানকে, অর্থাৎ শেরেবিয়কে, হশবিয়কে, ও তাহাদের সহিত তাহাদের দশ জন ভ্রাতাকে পৃথক করিলাম; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 পরে আমি ইমামদের মধ্যে বারো জন প্রধানকে, অর্থাৎ শেরেবিয়, হশবিয় ও তাদের সঙ্গে তাদের দশ জন ভাইকে পৃথক করলাম; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 এরপর বিশিষ্ট যাজকদের মধ্য থেকে শেরেবিয় ও হশবিয় এবং তাদের দশজন ভাই এই বারোজনকে পৃথক করলাম, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 তারপর আমি যাজকদের মধ্যে নেতৃস্থানীয় বারোজনকে মনোনীত করলাম। এঁরা ছিলেন শেরেবিয়, হশবিয় এবং তাঁদের দশ জ্ঞাতিভাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 পরে আমি যাজকদের মধ্যে বারো জন প্রধানকে, অর্থাৎ শেরেবিয়কে, হশবিয়কে, ও তাহাদের সহিত তাহাদের দশ জন ভ্রাতাকে পৃথক্ করিলাম; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 এরপর আমি যাজকদের মধ্যে থেকে শেরেবিয়, হশবিয় যারা নেতৃস্থানীয় ছিল ও তাদের 10 জন ভাই প্রমুখ মোট 12 জন যাজককে বেছে নিয়েছিলাম। অধ্যায় দেখুন |