ইষ্রা 8:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 আর হশবিয়কে ও তাহার সহিত মরারির সন্তানদের মধ্যে যিশায়াহকে, তাহার ভ্রাতৃগণ ও পুত্রগণ সহ বিংশতি জনকে আনিল; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আর হশবিয়কে ও তার সঙ্গে মরারির সন্তানদের মধ্যে যিশায়াহ, তার ভাইয়েরা ও পুত্ররা সহ বিশ জনকে আনলো; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 আর হশবিয়কে ও তার সঙ্গে মরারির বংশোদ্ভূত যিশায়াহকে এবং তার ভাইদের ও ভ্রাতুষ্পুত্রদের এবং তাদের সঙ্গী কুড়ি জন পুরুষকেও আনল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 তারা হশবিয়কে ও তার সঙ্গে মরারি গোষ্ঠীর যিশায়াহকে, তার জ্ঞাতিভাইদের ও পুত্রদেরও পাঠাল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আর হশবিয়কে ও তাহার সহিত মরারির সন্তানদের মধ্যে যিশায়াহকে, তাহার ভ্রাতৃগণ ও পুত্রগণ বিংশতি জনকে আনিল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 হশবিয় ও তার সঙ্গে মরারির সন্তান যিশায়াহ এবং তাদের ভাইরা ও ছেলেরা, মোট 20 জন পুরুষ। অধ্যায় দেখুন |