Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 7:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

22 একশত তালন্ত পর্যন্ত রৌপ্য, একশত কোর পর্যন্ত গম, একশত বাৎ পর্যন্ত দ্রাক্ষারস, ও একশত বাৎ পর্যন্ত তৈল, এবং অনিরূপণীয় পরিমাণে লবণ।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 এক শত তালন্ত পর্যন্ত রূপা, এক শত কোর্‌ পর্যন্ত গম, এক শত বাৎ পর্যন্ত আঙ্গুর-রস ও এক শত বাৎ পর্যন্ত তেল এবং প্রয়োজন অনুযায়ী লবণ।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 আপনারা তাঁকে একশো তালন্ত রুপা, একশো কোর গম, একশো বাৎ দ্রাক্ষারস, একশো বাৎ জলপাই-এর তৈল এবং অপরিমিত লবণ দান করবেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 চাওয়া মাত্রই তাঁকে একশত তালন্ত রৌপ্য, একশত কোর গম, একশত বাথ দ্রাক্ষারস, একশত বাথ জলপাই তেল এবং প্রয়োজনমত লবণ দেবে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 এক শত তালন্ত পর্য্যন্ত রৌপ্য, এক শত কোর্‌ পর্য্যন্ত গোম, এক শত বাৎ পর্য্যন্ত দ্রাক্ষারস, ও এক শত বাৎ পর্য্যন্ত তৈল, এবং অনিরূপণীয় পরিমাণে লবণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 আপাতত তাঁকে 3 3/4 টন রূপো, 600 বুশেল গম, 600 গ্যালন দ্রাক্ষারস, 600 গ্যালন জলপাই তেল ও পর্যাপ্ত পরিমাণ লবণ দেওয়া হোক্।

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 7:22
5 ক্রস রেফারেন্স  

আর তৈলের, বাৎ পরিমিত তৈলের নির্দিষ্ট অংশ এক কোর্‌ হইতে বাতের দশমাংশ; [কোর্‌] দশ বাৎ পরিমিত অথচ হোমরের সমান, কেননা দশ বাতে হোমর হয়।


আর তুমি আপন ভক্ষ্য-নৈবেদ্যের প্রত্যেক উপহার লবণাক্ত করিবে; তুমি আপন ভক্ষ্য-নৈবেদ্যে আপন ঈশ্বরের নিয়মের লবণদানে ত্রুটি করিবে না; তোমার যাবতীয় উপহারের সহিত লবণ দিবে।


আর আমি, অর্তক্ষস্ত রাজা, আমি নদী-পারস্থ সমস্ত কোষাধ্যক্ষকে আদেশ করিতেছি, স্বর্গের ঈশ্বরের ব্যবস্থার অধ্যাপক ইষ্রা যাজক তোমাদের কাছে যাহা যাহা চাহিবেন, সেই সমস্ত যেন সযত্নে দত্ত হয়,


স্বর্গের ঈশ্বর যাহা আদেশ করেন, তাহা স্বর্গের ঈশ্বরের গৃহের জন্য যথাযথরূপে করা হউক; রাজার এবং তাঁহার পুত্রদের রাজ্যের প্রতি কেন ক্রোধ বর্তিবে?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন