ইষ্রা 7:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 আর আমি, অর্তক্ষস্ত রাজা, আমি নদী-পারস্থ সমস্ত কোষাধ্যক্ষকে আদেশ করিতেছি, স্বর্গের ঈশ্বরের ব্যবস্থার অধ্যাপক ইষ্রা যাজক তোমাদের কাছে যাহা যাহা চাহিবেন, সেই সমস্ত যেন সযত্নে দত্ত হয়, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 আর আমি, বাদশাহ্ আর্টা-জারেক্স, আমি নদীপারস্থ সমস্ত কোষাধ্যক্ষকে হুকুম করছি, বেহেশতের আল্লাহ্র শরীয়তের অধ্যাপক উযায়ের ইমাম তোমাদের কাছে যা যা চাইবেন, সেসব যেন সযত্নে দেওয়া হয়, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 আমি, সম্রাট অর্তক্ষস্ত, ইউফ্রেটিস নদীর অববাহিকাকে সমগ্র অঞ্চলের কোষাধ্যক্ষদের নির্দেশ দিচ্ছি, স্বর্গের ঈশ্বরের বিধিবিধানের শিক্ষক ও যাজক ইষ্রা আপনাদের কাছে যা কিছু চাইবেন সব যেন যত্নসহকারে তাঁকে দেওয়া হয়। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 আমি, সম্রাট অর্তক্ষস্ত, ইউফ্রেটিস নদীর পশ্চিম পারের প্রদেশের সকল কোষাধ্যক্ষকে এই আদেশ দান করছি, মহান ঈশ্বরের বিধি-বিধান সম্বন্ধে বিশেষজ্ঞ ইষ্রা তোমাদের কাছে যখন যা চাইবেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 আর আমি, অর্তক্ষস্ত রাজা, আমি নদীপারস্থ সমস্ত কোষাধ্যক্ষকে আদেশ করিতেছি, স্বর্গের ঈশ্বরের ব্যবস্থার অধ্যাপক ইষ্রা যাজক তোমাদের কাছে যাহা যাহা চাহিবেন, সে সমস্ত যেন সযত্নে দত্ত হয়, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 আমি, রাজা অর্তক্ষস্ত, ফরাৎ নদীর পশ্চিমাঞ্চলের যেসব ব্যক্তিবর্গের কাছে রাজকোষের অর্থ থাকে, তাদের নির্দেশ দিচ্ছি, ইষ্রার যখন যা অর্থের প্রয়োজন হয় তা যেন তাঁকে দেওয়া হয় কারণ তিনি যাজক ও স্বর্গের ঈশ্বরের বিধিগুলির একজন শিক্ষক। অধ্যায় দেখুন |