Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 7:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

2 উক্ত সরায় অসরিয়ের সন্তান, অসরিয় হিল্কিয়ের সন্তান, হিল্কিয় শল্লুমের সন্তান, শল্লুম সাদোকের সন্তান, সাদোক অহীটূবের সন্তান,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

2 উক্ত সরায় অসরিয়ের সন্তান, অসরিয় হিল্কিয়ের সন্তান, হিল্কিয় শল্লুমের সন্তান, শল্লুম সাদোকের সন্তান, সাদোক অহীটূবের সন্তান,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

2 হিল্কিয় শল্লুমের পুত্র, শল্লুম সাদোকের পুত্র, সাদোক অহীটূবের পুত্র,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

2-5 অর্তক্ষস্তের রাজত্বকালে ইষ্রা নামে এক ব্যক্তি ব্যাবিলন থেকে জেরুশালেমে আসেন। তাঁর বংশপরিচয় নিম্নরূপ: ইষ্রা সরায়ের পুত্র, সরায় অসরিয়ের পুত্র, তিনি হিল্কিয়ের পুত্র, ইনি শল্লুমের পুত্র, ইনি সাদোকের পুত্র, সাদোক অহীটূবের পুত্র, ইনি অমরিয়ের পুত্র, অমরিয় অসরিয়ের পুত্র, অসরিয় সরায়োতের পুত্র, ইনি সরহিয়ের পুত্র, ইনি উষির পুত্র, ইনি বুক্কির পুত্র, ইনি অবীশূয়ের পুত্র, অবীশূয় পীনহসের পুত্র, ইনি ইলিয়াসরের সন্তান এবং ইলিয়াসর প্রধান যাজক হারোণের সন্তান।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

2 উক্ত সরায় অসরিয়ের সন্তান, অসরিয় হিল্কিয়ের সন্তান, হিল্কিয় শল্লুমের সন্তান, শল্লুম সাদোকের সন্তান, সাদোক অহীটূবের সন্তান,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

2 হিল্কিয় শল্লুমের, শল্লুম সাদোকের, সাদোক অহীটূবের,

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 7:2
4 ক্রস রেফারেন্স  

আর রাজা তাঁহার পদে যিহোয়াদার পুত্র বনায়কে সেনাপতি করিলেন, এবং অবিয়াথরের পদ রাজা সাদোক যাজককে দিলেন।


আর অহীটূবের পুত্র সাদোক ও অবীয়াথরের পুত্র অহীমেলক যাজক ছিলেন; এবং সরায় লেখক ছিলেন;


সেই সকল ঘটনার পরে পারস্য-রাজ অর্তক্ষস্তের রাজত্বকালে সরায়ের পুত্র ইষ্রা বাবিল হইতে যাত্রা করিলেন।


অহীটূব অমরিয়ের সন্তান, অমরিয় অসরিয়ের সন্তান, অসরিয় মরায়োতের সন্তান,


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন