ইষ্রা 7:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 আর অবশিষ্ট রৌপ্যে ও স্বর্ণে তোমার ও তোমার ভ্রাতাদের মনে যাহা ভাল বোধ হয়, তাহা আপনাদের ঈশ্বরের ইচ্ছানুসারে করিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 আর অবশিষ্ট রূপা ও সোনা দিয়ে তোমার ও তোমার ভাইদের মনে যা ভাল বোধ হয়, তা তোমাদের আল্লাহ্র ইচ্ছানুসারে করবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 অবশিষ্ট সোনা রুপা দিয়ে আপনার ঈশ্বরের মনোমতো আপনার ও আপনার স্বজাতি ইহুদিদের যা ভালো মনে হয় তাই করবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 অবশিষ্ট রৌপ্য ও স্বর্ণ তোমার ও তোমার ভ্রাতৃবর্গের যা ভাল বোধ হয় তাই করবে, তবে সবই ঈশ্বরের ইচ্ছানুসারে করো। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 আর অবশিষ্ট রৌপ্যে ও স্বর্ণে তোমার ও তোমার ভ্রাতাদের মনে যাহা ভাল বোধ হয়, তাহা আপনাদের ঈশ্বরের ইচ্ছানুসারে করিবে। অধ্যায় দেখুন |