ইষ্রা 6:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 পরে মাদীয় প্রদেশের অক্মথা নামক রাজপুরীতে একখানি খাতা পাওয়া গেল; তন্মধ্যে স্মরণার্থে এই কথা লিখিত ছিল, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 পরে মাদীয় প্রদেশের অক্মথা নামক রাজপুরীতে একখানি পুঁথি পাওয়া গেল; তার মধ্যে স্মরণার্থে এই কথা লেখা ছিল, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 মাদীয় প্রদেশের অক্মথা দুর্গে একটি পুঁথি পাওয়া গেল আর সেই পুঁথিটিতে এই কথা লেখা ছিল, স্মারক পত্র: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 ফলে মিডিয়া প্রদেশের একবাটানা নগরীতে একটি পুঁথি পাওয়া গেল যাতে নিম্নবর্ণিত বিষয় লিপিবদ্ধ ছিল: অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 পরে মাদীয় প্রদেশের অক্মথা নামক রাজপুরীতে একখানা খাতা পাওয়া গেল; তন্মধ্যে স্মরণার্থে এই কথা লিখিত ছিল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 ভালভাবে অনুসন্ধান করে (মাদীয় প্রদেশের অক্মথা) দুর্গে প্রাচীন তুলোট কাগজে লেখা একটি সরকারি নথি পাওয়া গেল যাতে রাজা কোরস জেরুশালেমে মন্দির নির্মাণের জন্য আদেশ দিয়েছিলেন। নথিতে এইরূপে লেখা ছিল: অধ্যায় দেখুন |