ইষ্রা 5:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)15 এবং তাঁহাকে কহিলেন, তুমি এই সকল পাত্র যিরূশালেমস্থ মন্দিরে লইয়া গিয়া তথায় রাখ, এবং ঈশ্বরের গৃহ স্বস্থানে নির্মিত হউক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস15 এবং তাঁকে বললেন, তুমি এসব পাত্র জেরুশালেমের বায়তুল মোকাদ্দসে নিয়ে গিয়ে সেখানে রাখ এবং আল্লাহ্র গৃহ স্বস্থানে নির্মিত হোক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ15 সম্রাট তাঁকে বললেন, ‘এই দ্রব্যসামগ্রীগুলি নিয়ে যাও এবং জেরুশালেমের মন্দিরে এগুলি রাখো। ঈশ্বরের গৃহটিকেও তাঁর পূর্বেকার স্থানে পুনর্নির্মাণ করো।’ অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)15 তাঁকে বলেন, এই সমস্ত পাত্র তুমি জেরুশালেম মন্দিরে ফিরিয়ে দাও এবং পূর্বের স্থানেই মন্দির পুনর্নির্মাণ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)15 এবং তাঁহাকে কহিলেন, তুমি এই সকল পাত্র যিরূশালেমস্থ মন্দিরে লইয়া গিয়া তথায় রাখ, এবং ঈশ্বরের গৃহ স্বস্থানে নির্ম্মিত হউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল15 রাজা কোরস, শেশ্বসরকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করলেন এবং তাঁকে বললেন, “এইসব সোনা এবং রূপোর জিনিষ নিয়ে যাও এবং জেরুশালেমের মন্দিরে পুনরায় রেখে দাও এবং মন্দিরটি পূর্বে যেখানে ছিল ঠিক সেখানেই মন্দির পুনর্নির্মাণ কর।” অধ্যায় দেখুন |