Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 5:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

13 কিন্তু বাবিল-রাজ কোরসের প্রথম বৎসরে কোরস রাজা ঈশ্বরের এই গৃহ নির্মাণ করিতে আজ্ঞা করিলেন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

13 কিন্তু ব্যাবিলনের বাদশাহ্‌ কাইরাসের প্রথম বছরে কাইরাস বাদশাহ্‌ আল্লাহ্‌র এই গৃহ নির্মাণ করতে হুকুম করলেন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

13 “এরপর ব্যাবিলনের রাজা কোরস তাঁর রাজত্বের প্রথম বছরে, একটি রাজাজ্ঞা দ্বারা ঈশ্বরের গৃহটি পুনর্নির্মাণের আদেশ দান করেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

13 পরে পারস্যরাজ সাইরাসের রাজত্বের প্রথম বছরে সাইরাস মন্দিরটি পুনর্নির্মাণের আদেশ দেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

13 কিন্তু বাবিল-রাজ কোরসের প্রথম বৎসরে কোরস রাজা ঈশ্বরের এই গৃহ নির্ম্মাণ করিতে আজ্ঞা করিলেন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

13 বাবিলে কোরসের প্রথম বছরের রাজত্বকালে তিনি এই মন্দির পুনর্নির্মাণের জন্য আদেশ দেন।

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 5:13
5 ক্রস রেফারেন্স  

তিনি কোরসের উদ্দেশে কহেন, আমার পালরক্ষক, সে আমার সমস্ত মনোরথ সিদ্ধ করিবে। তিনি যিরূশালেমের বিষয়ে বলেন, সে পুনর্নির্মিত হইবে, এবং মন্দিরকে বলেন, তোমার ভিত্তিমূল স্থাপিত হইবে।


আর যিহূদীদের প্রাচীনবর্গ গাঁথনি করিয়া হগয় ভাববাদীর ও ইদ্দোর পুত্র সখরিয়ের ভাববাণী সহকারে কৃতকার্য হইলেন, এবং তাঁহারা ইস্রায়েলের ঈশ্বরের আজ্ঞানুসারে ও পারস্য-রাজ কোরসের, দারিয়াবসের ও অর্তক্ষস্তের আদেশানুসারে গাঁথনি করিয়া কার্য সমাপ্ত করিলেন।


ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, সেই সমস্ত বাবিলে নীত হইবে, এবং যে পর্যন্ত আমি তাহাদের তত্ত্বানুসন্ধান না করিব, সেই পর্যন্ত সেই স্থানে থাকিবে, ইহা সদাপ্রভু বলেন; পরে আমি সেই সমস্ত এই স্থানে ফিরাইয়া আনিব।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন