ইষ্রা 4:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 অহশ্বেরশের রাজত্বকালে, তাঁহার রাজত্বের আরম্ভকালে, লোকেরা যিহূদা ও যিরূশালেম-নিবাসীদের বিরুদ্ধে এক অভিযোগ-পত্র লিখিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 অহশ্বেরশের রাজত্বকালে, তাঁর রাজত্বের আরম্ভকালে, লোকেরা এহুদা ও জেরুশালেম-নিবাসীদের বিরুদ্ধে একটি অভিযোগ-পত্র লিখল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 সম্রাট অহশ্বেরশের রাজত্বের শুরুতেই তারা যিহূদা ও জেরুশালেমের লোকেদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 সম্রাট অহশ্বেরশের রাজত্বকালের প্রারম্ভে যিহুদীয়া ও জেরুশালেমে বসবাসকারী ইসরায়েলীদের বিরুদ্ধে স্থানীয় লোকেরা লিখিত অভিযোগ আনল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 অহশ্বেরশের রাজত্বকালে, তাঁহার রাজত্বের আরম্ভকালে, লোকেরা যিহূদা ও যিরূশালেম-নিবাসীদের বিরুদ্ধে এক অভিযোগ-পত্র লিখিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 এমনকি ইহুদীদের নিবৃত্ত করার জন্য তাঁরা রাজা কোরসকে বেশ কিছু অভিযোগাত্মক চিঠিও লিখেছিলেন। অহশ্বেরশর যে বছরে পারস্যের রাজা হলেন সেই বছরে শত্রুরা তাঁকেও একটি চিঠি পাঠিয়েছিলেন। অধ্যায় দেখুন |