ইষ্রা 4:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 তখন দেশের লোকেরা যিহূদার লোকদের হস্ত দুর্বল করিতে ও নির্মাণ-ব্যাপারে তাহাদিগকে উদ্বিগ্ন করিতে লাগিল; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তখন দেশের লোকেরা এহুদার লোকদের হাত দুর্বল করা ও নির্মাণ ব্যাপারে তাদেরকে ভয় দেখাতে লাগল; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 তখন তাদের চারিদিকে যে সমস্ত লোক ছিল তারা যিহূদার লোকদের নিরুৎসাহ করতে চাইল এবং মন্দির নির্মাণের কাজে ভয় দেখাতে লাগল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তখন স্থানীয় লোকেরা নির্মাণের কাজ থেকে ইহুদীদের বিরত ও নিরুৎসাহ করার জন্য তাদের ভয় দেখাতে লাগল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তখন দেশের লোকেরা যিহূদার লোকদের হস্ত দুর্ব্বল করিতে ও নির্ম্মাণ-ব্যাপারে তাহাদিগকে উদ্বিগ্ন করিতে লাগিল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 একথা শুনে এইসব ব্যক্তিরা ক্রুদ্ধ হলেন। তাঁরা যিহূদার লোকদের নিরুৎসাহ করবার চেষ্টা করলেন এবং তাদের নির্মাণের কাজ বন্ধ করবার চেষ্টা করলেন। অধ্যায় দেখুন |