ইষ্রা 4:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 আমরা রাজবাটীর লবণ খাইয়া থাকি, অতএব মহারাজের অপমান দেখা আমাদের উচিত নয়, এই জন্য লোক পাঠাইয়া মহারাজকে জ্ঞাত করিলাম। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 আমরা রাজপ্রাসাদের লবণ খেয়ে থাকি, অতএব বাদশাহ্র অপমান দেখা আমাদের উচিত নয়, এজন্য লোক পাঠিয়ে বাদশাহ্কে জানালাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 যেহেতু আপনার প্রতি আমাদের দায়বদ্ধতা আছে এবং আমাদের উচিত হবে না সম্রাটের অসম্মান হোক এমন কিছু ঘটতে দেওয়া, সেইজন্য আপনার জ্ঞাতার্থে এই সংবাদ আপনার কাছে প্রেরণ করছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 আমরা মহারাজের অধীন, আমরা চাই না যে এরকম কোন ঘটনা ঘটুক, তাই আপনাকে জানানো বিহিত মনে করলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 আমরা রাজবাটীর লবণ খাইয়া থাকি, অতএব মহারাজের অপমান দেখা আমাদের উচিত নয়, এই জন্য লোক পাঠাইয়া মহারাজকে জ্ঞাত করিলাম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 আমরা রাজার প্রতি অনুগত থাকতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা এরকম একটি ঘটনা ঘটতে দিতে চাই না এবং আমরা এও মনে করি যে এসব কথা আপনাকে জানানো আমাদের কর্ত্তব্য। অধ্যায় দেখুন |