ইষ্রা 4:11 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)11 তাহারা অর্তক্ষস্ত রাজার নিকটে সেই যে পত্র পাঠাইল, তাহার অনুলিপি এই; “[ফরাৎ] নদীর পারস্থ আপনার দাসেরা, ইত্যাদি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস11 তারা বাদশাহ্ আর্টা-জারেক্সের কাছে সেই যে পত্র পাঠালেন, তার অনুলিপি এই; “ফোরাত নদীর পারের আপনার গোলামেরা, ইত্যাদি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ11 (যে পত্রটি তাঁকে প্রেরণ করা হয়েছিল এটি হল তারই অনুলিপি) সম্রাট অর্তক্ষস্ত সমীপেষু, ইউফ্রেটিস নদীর সংলগ্ন এলাকার জনগণের পক্ষে, আপনার সেবকবৃন্দ: অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)11 পত্রখানির মূল বক্তব্য: ‘মহামহিম সম্রাট অর্তক্ষস্ত সমীপে তাঁর সেবকবৃন্দ, ইউফ্রেটিসের পশ্চিম প্রদেশের জনগণের পক্ষ থেকে–— অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)11 তাহারা অর্তক্ষস্ত রাজার নিকটে সেই যে পত্র পাঠাইল, তাহার অনুলিপি এই; “[ফরাৎ] নদীর পারস্থ আপনার দাসেরা, ইত্যাদি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল11 রাজা অর্তক্ষস্তের যে চিঠিটি পাঠানো হয়েছিল এটি তারই একটি অনুলিপি: আপনার ভৃত্য ফরাৎ নদীর পশ্চিম পারের প্রজাবর্গের কাছ থেকে: অধ্যায় দেখুন |