Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 2:66 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

66 তাহাদের সাত শত ছত্রিশটি অশ্ব, দুই শত পঁয়তাল্লিশটি অশ্বতর,

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

66 তাদের সাত শত ছত্রিশটি ঘোড়া, দুই শত পঁয়তাল্লিশটি খচ্চর,

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

66 তাদের 736-টি ঘোড়া, 245-টি খচ্চর,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

66 তাহাদের সাত শত ছত্রিশ অশ্ব,

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

66-67 তাদের 736টি ঘোড়া, 245টি খচ্চর, 435টি উট ও 6720টি গাধা ছিল।

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 2:66
5 ক্রস রেফারেন্স  

তদ্ভিন্ন তাহাদের সাত সহস্র তিনশত সাঁইত্রিশ জন দাসদাসী ছিল, আর তাহাদের দুই শত জন গায়ক ও গায়িকা ছিল।


চারি শত পঁয়ত্রিশটি উষ্ট্র ও ছয় সহস্র সাত শত বিংশতি গর্দভ ছিল।


তাহাদের সাত শত ছত্রিশটি অশ্ব, দুই শত পঁয়তাল্লিশটি অশ্বতর,


তোমরা আমার বিধি সকল পালন করিও। তুমি ভিন্ন ভিন্ন প্রকার পশুর সহিত আপন পশুদিগকে সংসর্গ করিতে দিও না; তোমার এক ক্ষেত্রে দুই প্রকার বীজ বুনিও না, এবং দুই প্রকার সূত্রে মিশ্রিত বস্ত্র গাত্রে দিও না।


আর প্রত্যেক জন আপন আপন উপঢৌকন, রৌপ্যময় পাত্র, স্বর্ণময় পাত্র, বস্ত্র, অস্ত্র ও সুগন্ধি দ্রব্য, অশ্ব ও অশ্বতর আনিত; প্রতি বৎসর এইরূপ হইত।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন