ইষ্রা 2:65 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)65 তদ্ভিন্ন তাহাদের সাত সহস্র তিনশত সাঁইত্রিশ জন দাসদাসী ছিল, আর তাহাদের দুই শত জন গায়ক ও গায়িকা ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস65 তা ছাড়া তাদের সাত হাজার তিন শত সাঁইত্রিশ জন গোলাম-বাঁদী ছিল, আর তাদের দুই শত জন গায়ক ও গায়িকা ছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ65 এছাড়া তাদের দাস-দাসী ছিল 7,337 জন; এবং তাদের 200 জন গায়ক-গায়িকাও ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)65 তদ্ভিন্ন তাহাদের সাত সহস্র তিন শত সাঁইত্রিশ জন দাসদাসী ছিল, আর তাহাদের দুই শত জন গায়ক ও গায়িকা ছিল। অধ্যায় দেখুন |