Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 2:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

27 মিক্‌মসের লোক একশত বাইশ জন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

27 মিক্‌মসের লোক এক শত বাইশ জন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

27 মিক্‌মসের লোকেরা, 122 জন;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

27 মিক্‌মসের লোক এক শত বাইশ জন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

27 মিকমস শহরের 122

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 2:27
7 ক্রস রেফারেন্স  

সে অয়াতে আসিয়াছে, মিগ্রোণ পশ্চাতে ফেলিয়াছে; মিক্‌মসে নিজ দ্রব্যসামগ্রী রাখিয়াছে;


মিক্‌মসের লোক একশত বাইশ জন।


পরে পলেষ্টীয়দের প্রহরী সৈন্যদল বাহির হইয়া মিক্‌মসের গিরিপথে আসিল।


পরে পলেষ্টীয়েরা ইস্রায়েলের সহিত যুদ্ধ করিতে একত্র হইল; ত্রিশ সহস্র রথ, ছয় সহস্র অশ্বারোহী ও সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় অসংখ্য লোক আসিল; তাহারা আসিয়া বৈৎ-আবনের পূর্বদিকে মিক্‌মসে শিবির স্থাপন করিল।


রামার ও গেবার সন্তান ছয়শত একুশ জন।


বৈথেলের ও অয়ের লোক দুই শত তেইশ জন।


শৌল আপনার জন্য ইস্রায়েলের মধ্যে তিন সহস্র লোক মনোনীত করিলেন; তাহার দুই সহস্র মিক্‌মসে ও বৈথেল পর্বতে শৌলের সহিত থাকিল; এবং এক সহস্র বিন্যামীন প্রদেশস্থ গিবিয়াতে যোনাথনের সহিত থাকিল; আর অন্য সকল লোককে তিনি আপন আপন তাম্বুতে বিদায় করিলেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন