ইষ্রা 10:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 কিন্তু লোক অনেক, এবং ভারী বর্ষার সময়, বাহিরে দাঁড়াইয়া থাকিতে আমাদের শক্তি নাই; এবং ইহা এক দিনের কিম্বা দুই দিনের কর্ম নয়, যেহেতু আমরা এই বিষয়ে মহা অপরাধ করিয়াছি। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 কিন্তু লোক অনেক এবং ভারী বর্ষার সময়, বাইরে দাঁড়িয়ে থাকতে আমাদের শক্তি নেই; এবং এই এক দিনের কিংবা দুই দিনের কাজ নয়, যেহেতু আমরা এই বিষয়ে মহা অপরাধ করেছি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 কিন্তু এখানে অনেকে সমবেত হয়েছে এবং এখন ভারী বর্ষার সময় চলছে; সেইজন্য আমরা বাইরে দাঁড়াতে পারছি না। এছাড়া বিষয়টি দুই-একদিনের মধ্যে নিষ্পন্ন করা যাবে না কারণ আমরা মহাপাপ করেছি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 কিন্তু আজকের এই দুর্যোগের দিনে আমরা এই খোলা মাঠে দাঁড়িয়ে থাকতে পারছি না। এ ছাড়াও আমরা সংখ্যায় অনেক। এ কাজ দুই এক দিনের মধ্যে করা সম্ভব নয়। আমরা সকলেই এই গুরুতর পাপ করেছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 কিন্তু লোক অনেক, এবং ভারী বর্ষার সময়, বাহিরে দাঁড়াইয়া থাকিতে আমাদের শক্তি নাই; এবং ইহা এক দিনের কিম্বা দুই দিনের কর্ম্ম নয়, যেহেতু আমরা এ বিষয়ে মহা অপরাধ করিয়াছি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 এখানে অনেক ব্যক্তি আছে আর এই বৃষ্টির মধ্যে আমাদের পক্ষে বাইরে থাকা সম্ভব নয়। এই সমস্যাটির সমাধানও দু-একদিনের মধ্যে সম্ভব নয় কারণ আমরা গুরুতর পাপ আচরণ করেছি। অধ্যায় দেখুন |