ইষ্রা 1:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 আর যে কোন স্থানে যে কেহ অবশিষ্ট আছে, প্রবাস করিতেছে, সেই স্থানের লোকেরা ঈশ্বরের যিরূশালেমস্থ গৃহের জন্য স্বেচ্ছা-দত্ত নৈবেদ্য ব্যতিরেকে রৌপ্য, স্বর্ণ, নানা দ্রব্য ও পশু দিয়া তাহার সাহায্য করুক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 আর যে কোন স্থানে, যে কেউ অবশিষ্ট আছে, প্রবাস করছে, সেই স্থানের লোকেরা আল্লাহ্র জেরুশালেমের গৃহের জন্য স্বেচ্ছা-দত্ত নৈবেদ্য ছাড়া রূপা, সোনা, নানা দ্রব্য ও পশু দিয়ে তার সাহায্য করুক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 যেখানেই অবস্থান করুক না কেন, তাঁর অবশিষ্ট প্রজাদের মধ্যে যে কেউ জেরুশালেমে ঈশ্বরের মন্দির নির্মাণের জন্য তাঁর সোনারুপো, অন্য বস্তুসামগ্রী, গবাদি পশু ও স্বেচ্ছাদান নিবেদন করুক।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তাঁর প্রজাবৃন্দের মধ্যে যে যেখানেই থাকুক না কেন, তাদের ফিরে যাবার পাথেয় জোগাবে তাদের প্রতিবেশীরা। তারা তাদের দেবে স্বর্ণ, রৌপ্য, প্রয়োজনীয় জিনিসপত্র এবং ভারবাহী পশু। এ ছাড়াও জেরুশালেমের মন্দিরের জন্য তারা দেবে স্বেচ্ছাদান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 আর যে কোন স্থানে যে কেহ অবশিষ্ট আছে, প্রবাস করিতেছে, সেই স্থানের লোকেরা ঈশ্বরের যিরূশালেমস্থ গৃহের জন্য স্বেচ্ছা-দত্ত নৈবেদ্য ব্যতিরেকে রৌপ্য, স্বর্ণ, নানা দ্রব্য ও পশু দিয়া তাহার সাহায্য করুক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 সমস্ত জায়গায় যেখানে বেঁচে যাওয়া ইস্রায়েলীয়রা বাস করে তাদের সেখানকার অধিবাসীদের সমর্থন অবশ্যই পাওয়া দরকার। জেরুশালেমে ঈশ্বরের মন্দির নির্মাণের জন্য প্রত্যেককে তাদের সোনা, রূপো, গবাদি পশু ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দান করতে হবে।” অধ্যায় দেখুন |