Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইষ্রা 1:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

10 ত্রিশটি স্বর্ণময় পানপাত্র, চারি শত দশটি রৌপ্যময় দ্বিতীয় প্রকার পানপাত্র, এবং এক সহস্র অন্যান্য পাত্র;

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

10 ত্রিশটি সোনার পানপাত্র, চারশো দশটি রূপার দ্বিতীয় প্রকার পানপাত্র এবং এক হাজার অন্যান্য পাত্র;

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

10 সোনার গামলা 30 রুপোর বিভিন্ন প্রকারের গামলা 410 অন্যান্য দ্রব্যসামগ্রী 1,000

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

10 ত্রিশটী স্বর্ণময় পানপাত্র, চারি শত দশটী রৌপ্যময় দ্বিতীয় প্রকার পানপাত্র, এবং এক সহস্র অন্যান্য পাত্র;

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

10 সোনার বাটি 30, ঠিক সোনার বাটির মত রূপোর বাটি 410, এবং অন্যান্য পাত্র 1000।

অধ্যায় দেখুন কপি




ইষ্রা 1:10
4 ক্রস রেফারেন্স  

তাঁহার উপহার পবিত্র স্থানের শেকল অনুসারে একশত ত্রিশ [শেকল] পরিমাণ রৌপ্যের একটি থালা, ও সত্তর শেকল পরিমাণ রৌপ্যের একটি বাটি, এই দুই পাত্র ভক্ষ্য-নৈবেদ্যার্থে তৈলমিশ্রিত সূক্ষ্ম সুজিতে পূর্ণ;


সেই সকল দ্রব্যের সংখ্যা; স্বর্ণময় ত্রিশখানি থালা, রৌপ্যময় এক সহস্র থালা, ঊনত্রিশখানি ছুরি,


সর্বসুদ্ধ পাঁচ সহস্র চারি শত স্বর্ণময় ও রৌপ্যময় পাত্র। বন্দিদিগকে বাবিল হইতে যিরূশালেমে উঠাইয়া আনিবার সময়ে শেশ্‌বসর এই সকল দ্রব্য আনিলেন।


আর স্থালী, হাতা, কর্তরী, বাটি ও চামচ, এবং সমস্ত পরিচর্যার্থক পিত্তলময় পাত্র, লইয়া গেল।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন