ইষ্টের 9:30 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)30 আর অহশ্বেরশ রাজার অধিকারস্থ একশত সাতাইশ প্রদেশে সমস্ত যিহূদীর নিকটে মর্দখয় শান্তির ও সত্যের কথা সম্বলিত পত্র পাঠাইয়া, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 আর বাদশাহ্ জারেক্সের অধিকৃত এক শত সাতাশ প্রদেশে সমস্ত ইহুদীর কাছে মর্দখয় শান্তির ও সত্যের কথা সম্বলিত পত্র পাঠিয়ে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 অহশ্বেরশের সাম্রাজ্যের 127-টি রাজ্যের সমস্ত ইহুদিদের কাছে মঙ্গলকামনা ও প্রতিশ্রুতির কথা চিঠিতে লিখলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)30 পারস্য সাম্রাজ্যের একশো সাতাশটি প্রদেশে এই পত্রের অনুলিপি (কপি) পাঠানো হল। তাতে ইহুদীদের শান্তি ও নিরাপত্তা কামনা করা হয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 আর অহশ্বেরশ রাজার অধিকারস্থ এক শত সাতাইশ প্রদেশে সমস্ত যিহূদীর নিকটে মর্দখয় শান্তির ও সত্যের কথা সম্বলিত পত্র পাঠাইয়া, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 এরপর মর্দখয় চিঠিটি রাজা অহশ্বেরশের রাজত্বের 127 টি প্রদেশের সমস্ত ইহুদীদের পাঠিয়ে দেন। মর্দখয় লোকদের বলেন, ছুটির দিনটি শান্তি আনবে এবং লোকদের একে অপরকে বিশ্বাস করতে সাহায্য করবে। অধ্যায় দেখুন |
তখন তৃতীয় মাসে, অর্থাৎ সীবন মাসের ত্রয়োবিংশ দিনে রাজ-লেখকেরা আহূত হইল, আর মর্দখয়ের সমস্ত আজ্ঞানুসারে যিহূদীদিগকে, ক্ষিতিপালদিগকে, এবং হিন্দুস্থান অবধি কূশ দেশ পর্যন্ত একশত সাতাইশ প্রদেশের মধ্যে প্রত্যেক প্রদেশের অক্ষরানুসারে ও প্রত্যেক জাতির ভাষানুসারে দেশাধ্যক্ষগণকে ও প্রদেশ সকলের প্রধানবর্গকে এবং যিহূদীদের অক্ষর ও ভাষানুসারে তাহাদিগকে পত্র লেখা গেল।