ইষ্টের 9:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 ইষ্টের কহিলেন, যদি রাজার ভাল বোধ হয়, তবে অদ্যকার মত কল্যও করিবার অনুমতি শূশনস্থ যিহূদিগণকে দত্ত হউক, এবং হামনের দশ পুত্রকে ফাঁসিকাষ্ঠে টাঙ্গান যাউক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 ইষ্টের বললেন, যদি বাদশাহ্র ভাল মনে হয়, তবে আজকের মত আগামীকালও করার অনুমতি শূশনস্থ ইহুদীদেরকে দেওয়া হোক এবং হামনের দশ পুত্রকে ফাঁসিকাষ্ঠে টাঙ্গান যাক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 উত্তরে ইষ্টের বললেন, “মহারাজের যদি ভালো মনে হয় তবে আজকের মতো কালকেও শূশনের ইহুদিদের একই কাজ করার ফরমান দেওয়া হোক, এবং হামনের দশটি ছেলেকে ফাঁসিকাঠে ঝুলানো হোক।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 ইষ্টের বললেন, মহারাজের যদি অনুগ্রহ হয় তাহলে শুশনে ইহুদীরা আজ যা করেছে আগামী কালও তাদের তাই করতে দিন। ফাঁসির মঞ্চে হামানের দশ পুত্রকে ঝুলিয়ে রাখতে আদেশ দিন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 ইষ্টের কহিলেন, যদি রাজার ভাল বোধ হয়, তবে অদ্যকার মত কল্যও করিবার অনুমতি শূশনস্থ যিহূদিগণকে দত্ত হউক, এবং হামনের দশ পুত্রকে ফাঁশিকাষ্ঠে টাঙ্গান যাউক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 ইষ্টের তখন রাজাকে বললেন, “যদি রাজা চান, তাহলে শূশনে ইহুদীরা আজ যা করেছে, আগামীকালও আবার তা করবার অনুমতি দিন। প্রতিশোধ নেবার জন্য ইহুদীদের আরও একদিন অনুমতি দিন। হামনের 10 জন পুত্রের দেহ ফাঁসিকাঠে ঝুলিয়ে দেওয়া হোক্।” অধ্যায় দেখুন |