ইষ্টের 8:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 কেননা আমার জাতির প্রতি যে অমঙ্গল ঘটিবে, তাহা দেখিয়া আমি কিরূপে সহ্য করিতে পারি? আর আপন জ্ঞাতি কুটুম্বের বিনাশ দেখিয়া কিরূপে সহ্য করিতে পারি? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 কেননা আমার জাতির প্রতি যে অমঙ্গল ঘটবে, তা দেখে আমি কিভাবে সহ্য করতে পারি? আর আমার জ্ঞাতি ও আত্মীয়দের বিনাশ দেখে কিভাবে সহ্য করতে পারি? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 কারণ আমার লোকদের বিপর্যয় দেখে আমি কি করে সহ্য করব? আমার পরিবারের ধ্বংস দেখে আমি কি করে সহ্য করব?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 যদি আমার স্বজাতির উপর এই বিপর্যয় নেমে আসে, আমার স্বজনেরা যদি মারা যায় তাহলে এ আমি কি করে সহ্য করব? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 কেননা আমার জাতির প্রতি যে অমঙ্গল ঘটিবে, তাহা দেখিয়া আমি কিরূপে সহ্য করিতে পারি? আর আপন জ্ঞাতি কুটুম্বের বিনাশ দেখিয়া কিরূপে সহ্য করিতে পারি? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 কিন্তু আমার পক্ষে আমার স্বজাতিদের এই নৃশংস হত্যাকাণ্ড দেখা সম্ভব নয় বলেই আমি মহারাজের কাছে এই একান্ত মিনতি করছি।” অধ্যায় দেখুন |