ইষ্টের 6:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 অতএব হামন রাজাকে কহিল, মহারাজ যাহার সমাদর করিতে চাহেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 অতএব হামন বাদশাহ্কে বললো, বাদশাহ্, যার সম্মান করতে চান, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 সেইজন্য সে উত্তরে বলল, “রাজা যাকে সম্মান দেখাতে চান, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7-8 হামান রাজাকে বললেন, এই লোকটির জন্য রাজকীয় পোশাক আনার আদেশ দিন, এমন পোশাক আনতে বলুন যা মহারাজ স্বয়ং ব্যবহার করেন। এমন একটি অশ্ব আনান যে অশ্বে মহারাজ আরোহণ করে থাকেন, যার মস্তক রাজকীয় ভূষণে সুশোভিত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 অতএব হামন রাজাকে কহিল, মহারাজ যাহার সমাদর করিতে চাহেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 হামন তখন রাজাকে বললেন, “মহারাজ আপনি যদি কাউকে সম্মান দেখাতে চান তাহলে, অধ্যায় দেখুন |
আর সেই পরিচ্ছদ ও অশ্ব মহারাজের একজন অতি প্রধান অধ্যক্ষের হস্তে সমর্পিত হউক; এবং মহারাজ যাহার সমাদর করিতে চাহেন, সে সেই রাজকীয় পরিচ্ছদ পরিহিত হউক; পরে তাহাকে সেই অশ্বারোহণে নগরের চকে লইয়া যাওয়া হউক, এবং তাহার অগ্রে অগ্রে এই কথা ঘোষণা করা হউক, রাজা যাঁহার সমাদর করিতে চাহেন, তাঁহার প্রতি এইরূপ ব্যবহার করা যাইবে।