ইষ্টের 6:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 রাজা কহিলেন, ইহার নিমিত্ত মর্দখয়ের কি সম্মান ও পদ বৃদ্ধি করা গিয়াছে? রাজার পরিচর্যাকারী ভৃত্যেরা কহিল, তাহার পক্ষে কিছুই করা যায় নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 বাদশাহ্ বললেন, এর জন্য মর্দখয়ের কি সম্মান ও পদ বৃদ্ধি করা হয়েছে? বাদশাহ্র পরিচর্যাকারী ভৃত্যেরা বললো, তার পক্ষে কিছুই করা হয় নি। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 রাজা জিজ্ঞাসা করলেন, “এর জন্য মর্দখয়কে কি রকম সম্মান ও মর্যাদা দেওয়া হয়েছে।” রাজার পরিচর্যাকারী বলল, “কিছুই করা হয়নি।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 রাজা জিজ্ঞাসা করলেন, মর্দখয়কে এর জন্য কিভাবে সম্মানিত ও পুরস্কৃত করা হয়েছিল। তাঁর ভৃত্যেরা উত্তর দিল, কোন পুরস্কারই তাঁকে দেওয়া হয়নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 রাজা কহিলেন, ইহার নিমিত্ত মর্দখয়ের কি সম্মান ও পদবৃদ্ধি করা গিয়াছে? রাজার পরিচর্য্যাকারী ভৃত্যেরা কহিল, তাঁহার পক্ষে কিছুই করা যায় নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 রাজা জিজ্ঞেস করলেন, “মর্দখয়কে এর জন্য কি সম্মান এবং পুরস্কার দেওয়া হয়েছে?” ভৃত্যরা রাজাকে জানালো, “মর্দখয়ের জন্য কিছুই করা হয়নি।” অধ্যায় দেখুন |