ইষ্টের 6:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 আর তন্মধ্যে লিখিত এই কথা পাওয়া গেল, রাজার নপুংসক বিগ্থন ও তেরশ নামে দুই জন দ্বারপাল অহশ্বেরশ রাজার উপরে হস্তক্ষেপ করিতে চাহিলে মর্দখয় তাহার সংবাদ দিয়াছিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 আর তার মধ্যে লেখা এই কথা পাওয়া গেল, বাদশাহ্র নপুংসক বিগ্থন ও তেরশ নামে দু’জন দ্বারপাল বাদশাহ্ জারেক্সের উপরে হস্তক্ষেপ করতে চাইলে মর্দখয় তার সংবাদ দিয়েছিলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 সেখানে দেখা গেল যে বিগথন ও তেরশ নামে রাজার দুজন দ্বাররক্ষী রাজা অহশ্বেরশকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিল তখন মর্দখয় সেই খবর রাজাকে দিয়েছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 যে অংশটি তারা পড়ল তার মধ্যে রাজার কক্ষের দুই নপুংসক প্রহরী বিগথন ও তেরশ রাজাকে হত্যা করার যে ষড়যন্ত্র করেছিল এবং মর্দখয় কেমন করে সেই কথা জানতে পেরে ফাঁস করে দিয়েছিলেন সেই কাহিনী ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 আর তন্মধ্যে লিখিত এই কথা পাওয়া গেল, রাজার নপুংসক বিগ্থন ও তেরশ নামে দুই জন দ্বারপাল অহশ্বেরশ রাজার উপরে হস্তক্ষেপ করিতে চাহিলে মর্দখয় তাহার সংবাদ দিয়াছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 ভৃত্যটি তখন রাজাকে, রাজার আধিকারিক বিগ্থন ও তেরশ যারা প্রবেশপথ পাহারা দিত, তাদের দুষ্ট চক্রান্তের কথা এবং মর্দখয়ের কথা, যে চক্রান্তের কথা শুনতে পেয়েছিল এবং প্রাসাদে জানিয়ে দিয়েছিল তা পড়ে শোনালো। অধ্যায় দেখুন |