ইষ্টের 5:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 ইষ্টের উত্তর করিলেন, যদি মহারাজের ভাল বোধ হয়, তবে আমি আপনার জন্য যে ভোজ প্রস্তুত করিয়াছি, মহারাজ ও হামন সেই ভোজে অদ্য আগমন করুন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 জবাবে ইষ্টের বললেন, যদি বাদশাহ্র ভাল মনে হয়, তবে আমি আপনার জন্য যে ভোজ প্রস্তুত করেছি, বাদশাহ্ ও হামোন সেই ভোজে আজ অংশ গ্রহণ করুন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 উত্তরে ইষ্টের বললেন, “মহারাজ যদি ভালো মনে করেন তবে আপনার জন্য আজ আমি যে ভোজ প্রস্তুত করেছি তাতে মহারাজ ও হামন যেন উপস্থিত হন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 ইষ্টের বললেন, মহারাজ, আমি একটি ভোজের আয়োজন করেছি, দয়া করে যদি আপনি হামানকে নিয়ে আমার এই ভোজে আসেন, আমি ধন্য হব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 ইষ্টের উত্তর করিলেন, যদি মহারাজের ভাল বোধ হয়, তবে আমি আপনার জন্য যে ভোজ প্রস্তুত করিয়াছি, মহারাজ ও হামন সেই ভোজে অদ্য আগমন করুন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 ইষ্টের জবাব দিলেন, “আমি আপনার জন্য ও হামনের জন্য একটি ভোজের আয়োজন করেছি। দয়া করে হামনের সঙ্গে আজ সেই ভোজসভায় আসুন।” অধ্যায় দেখুন |