ইষ্টের 4:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 তাহাতে মর্দখয় আপনার প্রতি যাহা যাহা ঘটিয়াছে, এবং যিহূদীদিগকে বিনষ্ট করিবার জন্য হামন যে পরিমাণের রৌপ্য রাজ-ভাণ্ডারে দিতে প্রতিজ্ঞা করিয়াছে, তাহা তাঁহাকে জানাইলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তাতে মর্দখয় তাঁর প্রতি যা যা ঘটেছে এবং ইহুদীদেরকে বিনষ্ট করার জন্য হামন যে পরিমাণ রূপা রাজ-ভাণ্ডারে দিতে ওয়াদা করেছে, তা তাঁকে জানালেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 মর্দখয় তাঁর প্রতি যা ঘটেছে এবং ইহুদিদের ধ্বংস করার জন্য হামন যে পরিমাণ রুপো রাজভাণ্ডারে দেবার প্রতিজ্ঞা করেছে তা সব তাকে জানালেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 মর্দখয়ের প্রতি যা কিছু করা হয়েছিল সব কথা মর্দখয় হথককে বললেন। এ ছাড়া ইহুদীদের সমূলে নিধন করা হলে হামান রাজভাণ্ডারে রৌপ্য দেবার যে প্রতিশ্রুতি দিয়েছেন, সে কথাও তাঁকে জানালেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তাহাতে মর্দখয় আপনার প্রতি যাহা যাহা ঘটিয়াছে, এবং যিহূদীদিগকে বিনষ্ট করিবার জন্য হামন যে পরিমাণের রৌপ্য রাজ-ভাণ্ডারে দিতে প্রতিজ্ঞা করিয়াছে, তাহা তাঁহাকে জানাইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 মর্দখয় হথককে যা যা ঘটেছে সে সব কথাই বললেন। এমনকি ইহুদীদের নিধনের জন্য হামন রাজকোষাগারে যে অর্থ দেবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার সঠিক পরিমাণও মর্দখয় তাকে জানালেন। অধ্যায় দেখুন |