ইষ্টের 4:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 তখন ইষ্টের আপনার পরিচর্যায় নিযুক্ত রাজ-নপুংসক হথককে ডাকিয়া, কি হইয়াছে ও কেন হইয়াছে, তাহা জানিবার জন্য মর্দখয়ের কাছে যাইতে আজ্ঞা করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 তখন ইষ্টের তাঁর পরিচর্যায় নিযুক্ত রাজ-নপুংসক হথককে ডেকে, কি হয়েছে ও কেন হয়েছে, তা জানবার জন্য মর্দখয়ের কাছে যেতে হুকুম করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 তখন ইষ্টের নিজের পরিচর্যাকারী রাজার নপুংসক হথককে ডাকলেন, এবং মর্দখয়ের কি হয়েছে ও কেন হয়েছে তা তাঁর কাছ থেকে জেনে আসবার জন্য হুকুম দিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 তখন হথক নামে যে নপুংসককে রাণীর পরিচর্যার জন্য রাজা নিযুক্ত করেছিলেন, তাকে রাণী ডেকে পাঠালেন। তাকে তিনি মর্দখয় সম্পর্কে খোঁজখবর নেবার নির্দেশ দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 তখন ইষ্টের আপনার পরিচর্য্যায় নিযুক্ত রাজ-নপুংসক হথককে ডাকিয়া, কি হইয়াছে ও কেন হইয়াছে, তাহা জানিবার জন্য মর্দখয়ের কাছে যাইতে আজ্ঞা করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল5 তখন ইষ্টের হথক নামে রাজার এক নপুংসক পরিচারককে ডেকে পাঠালেন। হথককে রাজা ইষ্টেরের পরিচর্যার কাজে নিয়োগ করেছিলেন। তাকে ইষ্টের মর্দখয়ের দুঃখের কারণ অনুসন্ধান করতে বললেন। অধ্যায় দেখুন |