ইষ্টের 2:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 সেই সময়ে অর্থাৎ যখন মর্দখয় রাজদ্বারে বসিতেন, তখন দ্বারপালদের মধ্যে বিগ্থন ও তেরশ নামে রাজবাটীর দুই জন নপুংসক ক্রুদ্ধ হইয়া অহশ্বেরশ রাজার উপরে হস্তক্ষেপ করিতে চেষ্টা করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 সেই সময়ে অর্থাৎ যখন মর্দখয় রাজদ্বারে বসতেন, তখন দ্বারপালদের মধ্যে বিগ্থন ও তেরশ নামে রাজপ্রাসাদের দু’জন নপুংসক ক্রুদ্ধ হয়ে বাদশাহ্ জারেক্সকে আক্রমণ করতে চেষ্টা করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 মর্দখয় রাজবাড়ির দ্বারে বসে থাকার সময় একদিন রাজার দ্বাররক্ষীদের মধ্যে দুজন, বিগথন ও তেরশ, রাগ করে রাজা অহশ্বেরশকে মেরে ফেলার ষড়যন্ত্র করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 মর্দখয় যে সময়ে রাজপ্রাসাদে তাঁর দায়িত্ব পালন করছিলেন সেই সময় রাজার কক্ষের দুজন দ্বাররক্ষী নপুংসক বিগ্থন ও তেরশ রাজা অহশ্বেরশের উপর ক্রুদ্ধ হয়ে তাঁকে হত্যার ষড়যন্ত্র করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 সেই সময়ে অর্থাৎ যখন মর্দখয় রাজদ্বারে বসিতেন, তখন দ্বারপালদের মধ্যে বিগ্থন ও তেরশ নামে রাজবাটীর দুই জন নপুংসক ক্রুদ্ধ হইয়া অহশ্বেরশ রাজার উপরে হস্তক্ষেপ করিতে চেষ্টা করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 মর্দখয় যখন রাজপ্রাসাদের দ্বারের কাছে বসেছিলেন তিনি শুনতে পেলেন বিগ্থন ও তেরশ নামে রাজার দুই আধিকারিক যারা দরজায় পাহারায় ছিল, রাজার প্রতি ক্রুদ্ধ হয়ে তাঁকে হত্যা করার চক্রান্ত করছে। অধ্যায় দেখুন |