ইষ্টের 2:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 আর রাজার নিকটে যাইতে হইলে প্রত্যেক যুবতীর জন্য এই নিয়ম ছিল; সে যে কোন দ্রব্য চাহিত, তাহা অন্তঃপুর হইতে রাজবাটীতে গমনের সময়ে সঙ্গে লইয়া যাইবার নিমিত্তে তাহাকে দেওয়া যাইত। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আর বাদশাহ্র কাছে যেতে হলে প্রত্যেক যুবতীর জন্য এই নিয়ম ছিল; সে যে কোন দ্রব্য চাইত, তা অন্তঃপুর থেকে রাজপ্রাসাদে গমনের সময়ে সঙ্গে নিয়ে যাবার জন্যে তাকে দেওয়া যেত। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 আর এইভাবে সে রাজার কাছে যেতে পারত তিনি যা নিয়ে যেতে চাইতেন তাই তাঁকে রাজার প্রাসাদের হারেম থেকে দেওয়া হত। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 অন্তঃপুর থেকে রাজপ্রাসাদে যাবার সময় সে যা চাইত, তাই তাকে নিয়ে যেতে দেওয়া হত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 আর রাজার নিকটে যাইতে হইলে প্রত্যেক যুবতীর জন্য এই নিয়ম ছিল; সে যে কোন দ্রব্য চাহিত, তাহা অন্তঃপুর হইতে রাজবাটীতে গমন সময়ে সঙ্গে লইয়া যাইবার নিমিত্তে তাহাকে দেওয়া যাইত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 শুধু মাত্র এভাবেই প্রতিটি যুবতী রাজার সামনে যেতে পারতো! এসময়ে একটি মেয়ের যা কিছু প্রয়োজন রাজঅন্তঃপুর থেকে তা দেওয়া হতো। অধ্যায় দেখুন |