ইব্রীয় 7:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 তাঁহার পিতা নাই, মাতা নাই, পূর্বপুরুষাবলি নাই, আয়ুর আদি কি জীবনের অন্ত নাই; কিন্তু তিনি ঈশ্বরের পুত্রের সদৃশীকৃত; তিনি নিত্যই যাজক থাকেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তাঁর পিতা নেই, মাতা নেই, বংশ-তালিকাও নেই, আয়ুর আদি বা জীবনের অন্ত নেই; কিন্তু তিনি আল্লাহ্র পুত্রের মত; তিনি চিরকালের ইমাম। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 পিতামাতা ছাড়া ও বংশপরিচয় ছাড়া, জীবনের সূচনা বা সমাপ্তি ছাড়াই, ঈশ্বরের পুত্রের মতো তিনি চিরকালের জন্য যাজক হয়েছেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তাঁর পিতা নেই, মাতা নেই, কোন কুলপঞ্জীও নেই। তাঁর জীবনকালের আদি-অন্ত নেই। ঈশ্বরের পুত্রের সঙ্গে সাদৃশ্য আছে বলে তিনি চিরকাল পৌরোহিত্য করেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 অর্থাৎ শান্তিরাজ; তাঁহার পিতা নাই, মাতা নাই, পূর্ব্বপুরুষাবলি নাই, আয়ুর আদি কি জীবনের অন্ত নাই; কিন্তু তিনি ঈশ্বরের পুত্রের সদৃশীকৃত; তিনি নিত্যই যাজক থাকেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 মল্কীষেদকের মা, বাবা, বা তাঁর পূর্বপুরুষের কোন বংশতালিক পাওয়া যায় না, তার শুরু বা শেষের কোন নথি নেই। ঈশ্বরের পুত্রের মতো তিনি হলেন অনন্তকালীন যাজক। অধ্যায় দেখুন |