ইব্রীয় 6:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)5 এবং ঈশ্বরের মঙ্গলবাক্যের ও ভাবী যুগের নানা পরাক্রমের রসাস্বাদন করিয়াছে, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস5 এবং আল্লাহ্র মঙ্গলের কালামের ও ভাবী যুগের নানা পরাক্রমের স্বাদ গ্রহণ করেছে, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ5 যারা ঈশ্বরের বাক্যের মাধুর্য উপলব্ধি করেছে ও সন্নিকট যুগের পরাক্রম আস্বাদন করেছে— অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)5 এবং ঈশ্বরের বাণীর মাধুর্য ও ভাবী কালে ঐশ্বরিক পরাক্রম সম্পর্কে অবহিত হয়েছে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)5 এবং ঈশ্বরের মঙ্গলবাক্যের ও ভাবী যুগের নানা পরাক্রমের রসাস্বাদন করিয়াছে, অধ্যায় দেখুন |