ইব্রীয় 4:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 কেননা তিনি এক স্থানে সপ্তম দিনের বিষয়ে এইরূপ বলিয়াছিলেন, “এবং সপ্তম দিনে ঈশ্বর আপনার সমস্ত কর্ম হইতে বিশ্রাম করিলেন।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 কেননা পাক-কিতাবের এক স্থানে সপ্তম দিন সম্বন্ধে বলা হয়েছে, “এবং সপ্তম দিনে আল্লাহ্ তাঁর সমস্ত কাজ থেকে বিশ্রাম করলেন।” অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 কারণ সপ্তম দিন সম্পর্কে তিনি কোনও এক স্থানে এই কথা বলেছেন, “সপ্তম দিনে ঈশ্বর তাঁর সমস্ত কাজ থেকে বিশ্রাম নিলেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 সপ্তম দিবস সম্পর্কে শাস্ত্রে লেখা আছেঃ সপ্তম দিবসে ঈশ্বর তাঁর সমস্ত কর্ম থেকে বিরত হলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 কেননা তিনি এক স্থানে সপ্তম দিনের বিষয়ে এইরূপ বলিয়াছিলেন, “এবং সপ্তম দিনে ঈশ্বর আপনার সমস্ত কর্ম্ম হইতে বিশ্রাম করিলেন।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 শাস্ত্রের কোন কোন জায়গায় ঈশ্বর সপ্তাহের সপ্তম দিনের বিষয়ে বলেছিলেন: “সৃষ্টির সমস্ত কাজ শেষ করে সপ্তম দিনে তিনি বিশ্রাম করলেন।” অধ্যায় দেখুন |