ইব্রীয় 4:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 বাস্তবিক বিশ্বাস করিয়াছি যে আমরা, আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে পাইতেছি; যেমন তিনি বলিয়াছেন, “তখন আমি আপন ক্রোধে এই শপথ করিলাম, ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না,” যদিও তাঁহার কর্ম জগত পত্তনাবধি সমাপ্ত ছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 বাস্তবিক ঈমান এনেছি যে আমরা, আমরা সেই বিশ্রামে প্রবেশ করতে পারছি; যেমন তিনি বলেছেন, “তখন আমি আপন ক্রোধে এই কসম খেলাম, এরা আমার বিশ্রামে প্রবেশ করবে না,” যদিও তাঁর কাজ দুনিয়া পত্তনের সময় থেকেই সমাপ্ত হয়েছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 এখন আমরা যারা বিশ্বাস করেছি, তারা সেই বিশ্রামে প্রবেশ করছি, যে বিশ্রামের কথা ঈশ্বর উল্লেখ করেছেন, যেমন তিনি বলেছেন, “তাই আমার ক্রোধে আমি এক শপথ নিয়েছিলাম, ‘আমার বিশ্রামে তারা আর কোনোদিন প্রবেশ করবে না।’ ” যদিও তাঁর কাজ জগৎ সৃষ্টির সময় থেকে সমাপ্ত হয়েছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 আমরা যারা বিশ্বাস করি, তারাই সেই আশ্রয়ের অধিকারী। যেমনঃ “তখন ক্রুদ্ধ হয়ে আমি শপথ করেছিলাম: আমার প্রতিশ্রুত শান্তি ও বিশ্রাম থেকেএরা হবে চিরতরে বঞ্চিত।এরা প্রবেশ করতে পারবে না কখনওআমার আবাসভূমিতে। “যদিও জগত পত্তনের পর ঈশ্বরের কর্ম সমাপ্ত হয়েছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 বাস্তবিক বিশ্বাস করিয়াছি যে আমরা, আমরা সেই বিশ্রামে প্রবেশ করিতে পাইতেছি; যেমন তিনি বলিয়াছেন, “তখন আমি আপন ক্রোধে এই শপথ করিলাম, ইহারা আমার বিশ্রামে প্রবেশ করিবে না,” যদিও তাঁহার কর্ম্ম জগতের পত্তনাবধি সমাপ্ত ছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 আমরা যারা বিশ্বাস করেছি, তারাই সেই বিশ্রামের স্থানে প্রবেশ করতে সক্ষম। ঈশ্বর যেমন বলেছিলেন, “আমি ক্রুদ্ধ হয়ে শপথ করেছি: ‘এরা কখনও আমার বিশ্রামস্থলে প্রবেশ করতে পারবে না।’” একথা ঈশ্বর বলেছেন যদিও ঈশ্বরের সমস্ত কাজ জগৎ সৃষ্টির সঙ্গে সঙ্গেই সমাপ্ত হয়েছিল। অধ্যায় দেখুন |