ইব্রীয় 2:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 বরং কোন স্থানে কেহ সাক্ষ্য দিয়া বলিয়াছেন, “মনুষ্য কি যে তুমি তাহাকে স্মরণ কর? মনুষ্য-সন্তানই বা কি যে তাহার তত্ত্বাবধান কর? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 বরং কোন এক ব্যক্তি কোন এক স্থানে সাক্ষ্য দিয়ে বলেছেন, “মানুষ কি যে তুমি তাকে স্মরণ কর? মানুষের সন্তানই বা কি যে তার তত্ত্বাবধান কর? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 কিন্তু কোনো এক ব্যক্তি কোনো এক স্থানে সাক্ষ্য দিয়ে বলেছেন: “মানবজাতি কি, যে তাদের কথা তুমি চিন্তা করো? মানবসন্তান কি, যে তার তুমি যত্ন করো? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 শাস্ত্রের কোন এক জায়গায় এ সম্পর্কে বলা হয়েছে:”কে এই নশ্বর মানব?কেন ভাব তার কথা তুমি?কেন এই মানবের প্রতি তুমিএত সযত্ন সজাগ? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 বরং কোন স্থানে কেহ সাক্ষ্য দিয়া বলিয়াছেন, “মনুষ্য কি যে তুমি তাহাকে স্মরণ কর? মনুষ্যসন্তানই বা কি যে তাহার তত্ত্বাবধান কর? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 এটা শাস্ত্রের কোন এক জায়গায় লেখা আছে: “হে ঈশ্বর, মানুষ এমন কি যে তার বিষয়ে তুমি চিন্তা কর? অথবা মানবসন্তানই বা কে যে তুমি তার কথা ভাব? অধ্যায় দেখুন |