ইব্রীয় 13:10 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)10 আমাদের এক যজ্ঞবেদি আছে, তাহার সামগ্রী ভোজন করিবার ক্ষমতা তাহাদের নাই, যাহারা তাম্বু সম্বন্ধে আরাধনা করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস10 আমাদের একটি কোরবানগাহ্ আছে এবং তাঁবুর সেবকদের সেই কোরবানগাহ্র সামগ্রী ভোজন করার কোন অধিকার নেই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ10 আমাদের এক যজ্ঞবেদি আছে, যা থেকে, যারা সমাগম তাঁবুর পরিচারক, তাদের ভোজন করার অধিকার নেই। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)10 বলি উৎসর্গের জন্য আমাদের এক বেদী আছে, সেই বেদীতে নিবেদিত নৈবেদ্য ভোজন করার অধিকার মন্দিরের পুরোহিতদের নেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)10 আমাদের এক যজ্ঞবেদি আছে, তাহার সামগ্রী ভোজন করিবার ক্ষমতা তাহাদের নাই, যাহারা তাম্বু সম্বন্ধে আরাধনা করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল10 আমাদের এক নৈবেদ্য আছে। যে যাজকরা পবিত্র তাঁবুতে উপাসনা করেন তাঁদের সেই নৈবেদ্য ভোজন করার কোন অধিকার নেই। অধ্যায় দেখুন |