ইব্রীয় 12:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 কিন্তু তোমাদের শাসন যদি না হয়- সকলেই ত তাহার ভাগী- তবে ত তোমরা জারজ, পুত্র নও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 প্রত্যেক সন্তানকে যেমন শাসন করা হয় তেমনি তোমাদের যদি শাসন করা না হয় তবে তো তোমরা জারজ সন্তান, সত্যিকারের সন্তান নও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 যদি তোমাদের শাসন করা না হয়, আর প্রত্যেক ব্যক্তিকেই শাসনের মধ্যে দিয়ে যেতে হয়, তাহলে তোমরা অবৈধ সন্তান, প্রকৃত পুত্রকন্যা নও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 সকলকে যেভাবে সংশোধন করা হয়েছে তোমাদের যদি সেভাবে সংশোধন করা না হয় তাহলে তোমরা পুত্র নও, জারজ সন্তান। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 কিন্তু তোমাদের শাসন যদি না হয়—সকলেই ত তাহার ভাগী—তবে সুতরাং তোমরা জারজ, পুত্র নও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 তোমরা যদি কখনই শাসিত না হও (পুত্র মাত্রেই শাসিত হয়) তবে তোমরা তো তাঁর প্রকৃত সন্তান নও, যথার্থ পুত্র নও। অধ্যায় দেখুন |