ইব্রীয় 11:36 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)36 আর অন্যেরা বিদ্রূপের ও কশাঘাতের, অধিকন্তু বন্ধনের ও কারাগারের পরীক্ষা ভোগ করিলেন; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস36 আর অন্যেরা বিদ্রূপের ও কশাঘাতের, এমন কি, বন্ধনের ও কারাগারের পরীক্ষা ভোগ করলেন; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ36 কেউ কেউ বিদ্রুপ ও বেতের আঘাত সহ্য করেছিলেন, অন্যেরা বন্দি ও কারারুদ্ধ হয়েছিলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)36 কেউ কেউ বিদ্রূপ, কশাঘাত, এমন কি শৃঙ্খলিত হয়ে কারাবরণ করেছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)36 আর অন্যেরা বিদ্রূপের ও কশাঘাতের, অধিকন্তু বন্ধনের ও কারাগারের পরীক্ষা ভোগ করিলেন; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল36 কেউ কেউ বিদ্রূপ ও চাবুকের মার সহ্য করলেন, আবার অনেকে বেড়ি বাঁধা অবস্থায় কারাবাস করলেন। অধ্যায় দেখুন |