ইব্রীয় 11:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 যাঁহার বিষয়ে তাঁহাকে বলা হইয়াছিল, “ইস্হাকে তোমার বংশ আখ্যাত হইবে”; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 যাঁর বিষয়ে তাঁকে বলা হয়েছিল, “ইস্হাকের বংশই তোমার বংশ বলে আখ্যাত হবে”; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 যদিও ঈশ্বর তাঁকে বলেছিলেন, “ইস্হাকের মাধ্যমেই তোমার বংশ পরিচিত হবে।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 যাঁহার বিষয়ে তাঁহাকে বলা হইয়াছিল, “ইস্হাকে তোমার বংশ আখ্যাত হইবে”; অধ্যায় দেখুন |