ইব্রীয় 10:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 তখন আমি কহিলাম, দেখ, আমি আসিয়াছি, গ্রন্থখানিতে আমার বিষয় লিখিত আছে- হে ঈশ্বর, যেন তোমার ইচ্ছা পালন করি।” অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তখন আমি বললাম, দেখ, আমি এসেছি, পাক-কিতাবে আমার বিষয় লেখা আছে— হে আল্লাহ্, যেন তোমার ইচ্ছা পালন করি।” অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 তখন আমি বললাম, ‘এই আমি, শাস্ত্রে আমার বিষয়ে লেখা আছে—হে আমার ঈশ্বর, আমি তোমার ইচ্ছা পালন করতেই এসেছি।’ ” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 তখন আমি বললাম, এই যে আমি,শাস্ত্রে যেমন আমার বিষয়ে লেখা হয়েছে –তেমনি হে ঈশ্বর, আমি এসেছিতোমার ইচ্ছা পালন করতে।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 তখন আমি কহিলাম, দেখ, আমি আসিয়াছি, —গ্রন্থখানিতে আমার বিষয় লিখিত আছে—হে ঈশ্বর, যেন তোমার ইচ্ছা পালন করি।” অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 এরপর তিনি বললেন, ‘এই আমি! শাস্ত্রে আমার বিষয়ে যেমন লেখা আছে, হে ঈশ্বর দেখ, আমি তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি।’” অধ্যায় দেখুন |