Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




ইব্রীয় 10:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

6 হোমে ও পাপার্থক বলিদানে তুমি প্রীত হও নাই।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 পোড়ানো কোরবানী ও গুনাহ্‌- কোরবানীতে তুমি প্রীত হও নি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 হোমবলি বা পাপার্থক বলি তুমি চাওনি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 পূর্ণাহুতি ও পাপস্খালত বলিতেসন্তোষ নেই তোমার।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 হোমে ও পাপার্থক বলিদানে তুমি প্রীত হও নাই।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 তুমি হোমে ও পাপার্থক বলিদান উৎসর্গে প্রীত নও।

অধ্যায় দেখুন কপি




ইব্রীয় 10:6
9 ক্রস রেফারেন্স  

আর দেখ, স্বর্গ হইতে এই বাণী হইল, ‘ইনিই আমার প্রিয় পুত্র, ইহাঁতেই আমি প্রীত।’


আঃ। তোমাদেরই মধ্যে একজন যদি কবাট রুদ্ধ করিত, তাহা হইতে তোমরা আমার যজ্ঞবেদির উপরে বৃথা অগ্নি জ্বালিতে না! তোমাদের প্রতি আমার কিছু প্রীতি নাই, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন; এবং তোমাদের হস্ত হইতে আমি নৈবেদ্য গ্রাহ্য করিব না।


আমার সকলই আছে, বরঞ্চ উপচিয়া পড়িতেছে; আমি তোমাদের হইতে ইপাফ্রদীতের হাতে যাহা যাহা পাইয়াছি তাহাতে পরিপূর্ণ হইয়াছি, তাহা সৌরভস্বরূপ ঈশ্বরের প্রীতিজনক গ্রাহ্য বলি।


আর প্রেমে চল, যেমন খ্রীষ্টও তোমাদিগকে প্রেম করিলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশে, সৌরভের নিমিত্ত, উপহার ও বলিরূপে আপনাকে উৎসর্গ করিলেন।


সদাপ্রভু তাহাদের উপর সন্তুষ্ট, যাহারা তাঁহাকে ভয় করে, যাহারা তাঁহার দয়ার অপেক্ষায় থাকে।


কারণ বৃষের কি ছাগের রক্ত যে পাপ হরণ করিবে, ইহা হইতেই পারে না।


শমূয়েল কহিলেন, সদাপ্রভুর রবে অবধান করিলে যেমন, তেমন কি হোমে ও বলিদানে সদাপ্রভু প্রসন্ন হন? দেখ, বলিদান অপেক্ষা আজ্ঞা পালন উত্তম, এবং মেষের মেদ অপেক্ষা অবধান করা উত্তম।


বলিদানে ও নৈবেদ্যে তুমি প্রীত নহ, তুমি আমার কর্ণযুগল ছিদ্রিত করিয়াছ; তুমি হোম ও পাপের নিমিত্ত বলিদান চাহ নাই;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন