ইব্রীয় 10:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 কারণ বৃষের কি ছাগের রক্ত যে পাপ হরণ করিবে, ইহা হইতেই পারে না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 কারণ ষাঁড়ের বা ছাগলের রক্ত যে গুনাহ্ দূর করে দেবে তা হতেই পারে না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 কারণ ষাঁড় ও ছাগলের রক্ত পাপ হরণ করতেই পারে না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 কারণ বৃষ কিম্বা ছাগের রক্ত কখনও পাপাস্খালন করতে পারে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 কারণ বৃষের কি ছাগের রক্ত যে পাপ হরণ করিবে, ইহা হইতেই পারে না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 কারণ বৃষের কি ছাগের রক্ত পাপ দূর করতে পারে না। অধ্যায় দেখুন |
যে ব্যক্তি গো হনন করে, সে নরহত্যা করে; যে ব্যক্তি মেষশাবক বলিদান করে, সে কুকুরের গলা ভাঙ্গিয়া ফেলে; যে ব্যক্তি নৈবেদ্য উৎসর্গ করে, সে শূকরের রক্ত দেয়; যে ব্যক্তি সুগন্ধিধূপ জ্বালায়, সে মিথ্যাদেবের ধন্যবাদ করে; হাঁ, তাহারা আপন আপন পথ মনোনীত করিয়াছে, এবং তাহাদের প্রাণ আপন আপন ঘৃণার্হ বস্তুতে প্রীত হয়;