ইফিষীয় 5:23 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)23 কেননা স্বামী স্ত্রীর মস্তক, যেমন খ্রীষ্টও মণ্ডলীর মস্তক; তিনি আবার দেহের ত্রাণকর্তা; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস23 কেননা স্বামী যেমন স্ত্রীর মাথা, মসীহ্ও তেমনি মণ্ডলীর মাথা— তাঁর দেহের নাজাতদাতা; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ23 কারণ স্বামী হল স্ত্রীর মস্তক, যেমন খ্রীষ্ট মণ্ডলীর মস্তক, যে মণ্ডলী তাঁর দেহ, যার তিনি পরিত্রাতা। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)23 কারণ স্বামী স্ত্রীর মস্তকস্বরূপ, যেমন খ্রীষ্ট মণ্ডলীর মস্তক এবং তিনিই তাঁর দেহরূপ মণ্ডলীর পরিত্রাতা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)23 কেননা স্বামী স্ত্রীর মস্তক, যেমন খ্রীষ্টও মণ্ডলীর মস্তক; তিনি আবার দেহের ত্রাণকর্ত্তা; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল23 কারণ স্বামী তার স্ত্রীর মস্তকস্বরূপ যেমন খ্রীষ্ট তাঁর মণ্ডলীর মস্তক, তিনি তো তাঁর দেহেরও ত্রাণকর্তা। অধ্যায় দেখুন |