ইফিষীয় 5:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 এই কারণ নির্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি, তাহা বুঝ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 এজন্য নির্বোধ হয়ো না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তা বুুঝে নাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 এই জন্য নির্বোধ হোয়ো না, প্রভুর ইচ্ছা কী, তা উপলব্ধি করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তাই মূর্খের মত কাজ করো না, বরং প্রভুর ইচ্ছা জানার চেষ্টা কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 এই কারণ নির্ব্বোধ হইও না, কিন্তু প্রভুর ইচ্ছা কি তাহা বুঝ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 তাই নিজেদের জীবন নিয়ে অবোধের মতো চলো না। বুঝতে চেষ্টা কর যে প্রভু তোমাকে দিয়ে কি কাজ করাতে চান। অধ্যায় দেখুন |