ইফিষীয় 4:21 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)21 তাঁহারই বাক্য ত শুনিয়াছ, এবং যীশুতে যে সত্য আছে, তদনুসারে তাঁহাতেই শিক্ষিত হইয়াছ; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস21 তোমরা তাঁর বিষয় শুনেছ এবং ঈসাতে যে সত্য আছে সেই অনুসারে তাঁতেই শিক্ষা লাভ করেছ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ21 নিঃসন্দেহে, তোমরা তাঁর বিষয়ে শুনেছ এবং যীশুর মধ্যে যে সত্য আছে, সেই অনুযায়ী শিক্ষা পেয়েছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)21 তোমরা নিশ্চয়ই তার কথা শুনেছ। যীশুতে যে সত্য নিহিত সেই বিষয়ে তোমরা অবশ্যই এই শিক্ষা পেয়েছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)21 তাঁহারই বাক্য ত শুনিয়াছ, এবং যীশুতে যে সত্য আছে, তদনুসারে তাঁহাতেই শিক্ষিত হইয়াছ; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল21 আমি জানি তাঁর অনুগামী হিসাবে সেই সত্য অনুসারে তোমাদের শিক্ষা দেওয়া হয়েছিল, যে সত্য খ্রীষ্ট যীশুতে রয়েছে। অধ্যায় দেখুন |