ইফিষীয় 3:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 তোমরা তাহা পাঠ করিলে খ্রীষ্ট সম্বন্ধীয় নিগূঢ়তত্ত্বে আমার ব্যুৎপত্তি বুঝিতে পারিবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তোমরা তা পাঠ করলে মসীহ্ বিষয়ক নিগূঢ়তত্ত্বে আমার যে অভিজ্ঞতা তা বুঝতে পারবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 এই লিপি পাঠ করলে খ্রীষ্টের গুপ্তরহস্যে আমার অন্তর্দৃষ্টির কথা তোমরা বুঝতে পারবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 তা পড়লে তোমরা বুঝতে পারবে যে খ্রীষ্ট সম্পর্কিত নিগূঢ়তত্ত্ব আমি হৃদয়ঙ্গম করেছি।) অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তোমরা তাহা পাঠ করিলে খ্রীষ্ট সম্বন্ধীয় নিগূঢ়তত্ত্বে আমার ব্যুৎপত্তি বুঝিতে পারিবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 সেসব পাঠ করলে তোমরা বুঝতে পারবে যে আমি ঠিক ভাবেই খ্রীষ্ট সম্বন্ধে জেনেছি। অধ্যায় দেখুন |