আমোষ 9:8 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)8 দেখ, প্রভু সদাপ্রভুর চক্ষু এই পাপিষ্ঠ রাজ্যের উপরে রহিয়াছে; আর আমি ভূতল হইতে ইহা উচ্ছিন্ন করিব; তথাপি যাকোবের কুলকে একেবারে উচ্ছিন্ন করিব না, ইহা সদাপ্রভু বলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস8 দেখ, সার্বভৌম মাবুদের দৃষ্টি এই গুনাহ্গার রাজ্যের উপরে রয়েছে; আর আমি ভূতল থেকে তা মুছে ফেলব; তবুও ইয়াকুবের কুলকে একেবারে মুছে ফেলব না, মাবুদ এই কথা বলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ8 “নিশ্চিতরূপে সার্বভৌম সদাপ্রভুর দৃষ্টি এই পাপিষ্ঠ জাতির উপরে আছে। আমি ভূপৃষ্ঠ থেকে একে ধ্বংস করব। তবুও আমি যাকোবের কুলকে সম্পূর্ণরূপে ধ্বংস করব না,” সদাপ্রভু ঘোষণা করেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)8 দেখ, সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের দৃষ্টি এই পাপকলুষিত রাজ্যের প্রতিনিবদ্ধ রয়েছে। ধরাপৃষ্ঠ থেকে আমি এই রাজ্য নিশ্চিহ্ন করব, তবে যাকোবকুলকে নিঃশেষে উচ্ছেদ করব না। প্রভু বলেছেন এ কথা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)8 দেখ, প্রভু সদাপ্রভুর চক্ষু এই পাপিষ্ঠ রাজ্যের উপরে রহিয়াছে; আর আমি ভূতল হইতে ইহা উচ্ছিন্ন করিব; তথাপি যাকোবের কুলকে একেবারে উচ্ছিন্ন করিব না, ইহা সদাপ্রভু বলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল8 প্রভু আমার সদাপ্রভু পাপপূর্ণ রাজ্য, ইস্রায়েলের দিকে চেয়ে আছেন। প্রভু বলেন, “আমি পৃথিবীর বুক থেকে ইস্রায়েলকে উৎপাটন করব কিন্তু যাকোবের পরিবারকে সম্পূর্ণভাবে ধ্বংস করব না। অধ্যায় দেখুন |