আমোষ 7:12 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)12 আর অমৎসিয় আমোষকে কহিল, হে দর্শক, তুমি যাও, যিহূদা দেশে পলায়ন কর, সেই স্থানে রুটি ভোজন কর, ও সেই স্থানে ভাববাণী বল; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস12 আর অমৎসিয় আমোজকে বললো, হে দর্শক, তুমি যাও, এহুদা দেশে পালিয়ে যাও, সেই স্থানে রুটি আহার কর ও সেই স্থানে ভবিষ্যদ্বাণী বল; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ12 তারপর অমৎসিয় আমোষকে বললেন, “ওহে দর্শক, তুমি এখান থেকে চলে যাও। তুমি যিহূদা দেশে ফিরে যাও। তুমি সেখানে তোমার রুটি রোজগার করো এবং সেখানেই তোমার ভবিষ্যদ্বাণী করো। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)12 অমৎসিয় আমোসকে বললেন, ওহে দিব্যদর্শী, খুব হয়েছে, এবার যিহুদীয়ায় পালাও। সেখানে গিয়ে ভাবোক্তি করে অন্নসংস্থান কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)12 আর অমৎসিয় আমোষকে কহিল, হে দর্শক, তুমি যাও, যিহূদা দেশে পলায়ন কর, সেই স্থানে রুটী ভোজন কর, ও সেই স্থানে ভাববাণী বল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল12 আর অমৎসিয় আমোষকে বলল, “হে দর্শক যিহূদায় চলে যাও, সেখানে খাও দাও আর প্রচার কর। অধ্যায় দেখুন |