আমোষ 6:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 উহারা অমঙ্গলের দিনকে আপনাদের হইতে দূরে রাখিতেছে ও দৌরাত্ম্যের আসন নিকটবর্তী করিতেছে; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 ওরা অমঙ্গলের দিনকে নিজেদের থেকে দূরে রাখছে ও দৌরাত্ম্যের আসন নিকটবর্তী করছে; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 তোমরা অন্যায়ের দিনকে ত্যাগ করে থাকো, অথচ এক সন্ত্রাসের রাজত্বকে কাছে নিয়ে আস। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তোমরা যারা অশুভ দিনকে ঠেকিয়ে রাখতে চাও অথচ জুলুমবাজীর শাসনকে এগিয়ে আনছ, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 উহারা অমঙ্গলের দিনকে আপনাদের হইতে দূরে রাখিতেছে ও দৌরাত্ম্যের আসন নিকটবর্ত্তী করিতেছে; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 তোমরা যারা খারাপ সময় এড়িয়ে যেতে চাইছ, তারা হিংসার শাসন এমশঃ কাছে নিয়ে আসছ। অধ্যায় দেখুন |